লালমনিরহাটের পাটগ্রামে রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার ট্রেনের যাত্রীদের টিকিট যাচাই করা হয়েছে। এ সময় বিনা টিকিটে ভ্রমণকারী ৩৬৩ যাত্রীর কাছ থেকে ভাড়া আদায় করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পাটগ্রাম রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী ৬৬ নম্বর ডাউন ট্রেনের প্রত্যেক বগির যাত্রীদের টিকিট নিরীক্ষা (চেক) করা হয়। এ সময় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করার দায়ে ৩৬৩ যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬৫০ টাকা ভাড়া আদায় করা হয়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্তৃপক্ষের নির্দেশে বুড়িমারী কমিউটার ট্রেনে যাত্রীর টিকিট যাচাই করা হয়। এ সময় যারা টিকিট ছাড়া ভ্রমণ করছিলেন তাঁদের কাছ থেকে টিকিটের টাকা আদায় করা হয়।