হোম > সারা দেশ > রংপুর

এক মাস আগে স্ত্রীর তালাক পাওয়া যুবকের ‘আত্মহত্যা’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মমিনুল ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় পৌর এলাকার চকসাবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মমিনুল ইসলাম পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামের মৃত মালেকের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত রিকশা ভ্যানচালক ছিলেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে পারিবারিক কলহের জেরে মমিনুল ইসলামকে তালাক দিয়ে একটি ছেলে সন্তানসহ বাবার বাড়ি চলে যান স্ত্রী শাম্মী আক্তার। এদিকে মমিনুল ইসলামের কিছু ঋণ ছিল। এ অবস্থায় কিছুদিন আগে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত রিকশা ভ্যানটি চুরি হয়ে যায়।

এসব নিয়ে মমিনুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গতকাল রোববার শাম্মীর সঙ্গে মোবাইল ফোনে মমিনুলের কথা হয়। এরপর সন্ধ্যায় নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যু মামলা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত