হোম > সারা দেশ > রংপুর

এক মাস আগে স্ত্রীর তালাক পাওয়া যুবকের ‘আত্মহত্যা’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মমিনুল ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় পৌর এলাকার চকসাবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মমিনুল ইসলাম পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামের মৃত মালেকের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত রিকশা ভ্যানচালক ছিলেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে পারিবারিক কলহের জেরে মমিনুল ইসলামকে তালাক দিয়ে একটি ছেলে সন্তানসহ বাবার বাড়ি চলে যান স্ত্রী শাম্মী আক্তার। এদিকে মমিনুল ইসলামের কিছু ঋণ ছিল। এ অবস্থায় কিছুদিন আগে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত রিকশা ভ্যানটি চুরি হয়ে যায়।

এসব নিয়ে মমিনুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গতকাল রোববার শাম্মীর সঙ্গে মোবাইল ফোনে মমিনুলের কথা হয়। এরপর সন্ধ্যায় নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যু মামলা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা