হোম > সারা দেশ > রংপুর

ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালংকার নিয়ে চম্পট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় অভিনব কায়দায় ক্রেতা সেজে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারের নমস্কার জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে থানায় লিখিত অভিযোগ করেন দোকানমালিক রন্জু দত্ত।

অভিযোগে জানা গেছে, সোমবার বেলা ১টায় এক ব্যক্তি বাবুরহাট বাজারে নমস্কার জুয়েলার্সে যান। তিনি দুটি সোনার বালা, এক জোড়া কানের দুল ও তিনটি আংটি পছন্দ করে ক্রয় রসিদ করেন। এ সময় তিনি একটি স্বর্ণের চেইন দেখার জন্য হাতে নেন। পরে এটিএম বুথ থেকে টাকা এনে এসব নেওয়ার কথা বলেন। এরপর ব্যবসায়ী রণ্জু ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে ১০ আনা স্বর্ণের চেইন নিয়ে চলে যান। যার বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

ব্যবসায়ী রণ্জু বলেন, ‘ওই ব্যক্তি যে প্রতারক তা বুঝতে পারিনি। স্বর্ণালংকারগুলো পছন্দ করে ক্রয়ের জন্য রসিদ করেছেন। টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার কথা। কিন্তু কৌশলে সোনার একটি চেইন কখন তুলে নিয়েছে আমরা তা বুঝতে পারিনি। পরে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে স্বর্ণালংকার চুরির বিষয়টি ধরা পড়ে।’

ব্যবসায়ী আরও বলেন, ওই ব্যক্তি নিজেকে তাজ নামে জলঢাকা উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার