হোম > সারা দেশ > রংপুর

ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালংকার নিয়ে চম্পট

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় অভিনব কায়দায় ক্রেতা সেজে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারের নমস্কার জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে থানায় লিখিত অভিযোগ করেন দোকানমালিক রন্জু দত্ত।

অভিযোগে জানা গেছে, সোমবার বেলা ১টায় এক ব্যক্তি বাবুরহাট বাজারে নমস্কার জুয়েলার্সে যান। তিনি দুটি সোনার বালা, এক জোড়া কানের দুল ও তিনটি আংটি পছন্দ করে ক্রয় রসিদ করেন। এ সময় তিনি একটি স্বর্ণের চেইন দেখার জন্য হাতে নেন। পরে এটিএম বুথ থেকে টাকা এনে এসব নেওয়ার কথা বলেন। এরপর ব্যবসায়ী রণ্জু ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে ১০ আনা স্বর্ণের চেইন নিয়ে চলে যান। যার বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

ব্যবসায়ী রণ্জু বলেন, ‘ওই ব্যক্তি যে প্রতারক তা বুঝতে পারিনি। স্বর্ণালংকারগুলো পছন্দ করে ক্রয়ের জন্য রসিদ করেছেন। টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার কথা। কিন্তু কৌশলে সোনার একটি চেইন কখন তুলে নিয়েছে আমরা তা বুঝতে পারিনি। পরে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে স্বর্ণালংকার চুরির বিষয়টি ধরা পড়ে।’

ব্যবসায়ী আরও বলেন, ওই ব্যক্তি নিজেকে তাজ নামে জলঢাকা উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ