সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর সন্ত্রাসী বা তালিকাভুক্তদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ নেওয়া হয়েছে সীমান্তে বাড়তি সতর্কতা। সন্দেহ হলেই চলছে তল্লাশি।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানিয়েছেন, হিলি ইমিগ্রেশনের ওসি শেখ আশরাফুল ইসলাম।
হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বর্তমান দেশের পরিস্থিতিতে আমরা এ চেকপোস্টে কঠোর এবং বাড়তি সতর্কতা অবস্থান করছি। পুরো ইমিগ্রেশন জুড়ে নেওয়া বাড়তি হয়েছে নিরাপত্তা। প্রতিটি পাসপোর্টধারী যাত্রীকে জিজ্ঞাসা এ ছাড়াও সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি।
তিনি আরও বলেন, ‘আমরা সতর্ক আছি, এ চেকপোস্ট দিয়ে কোনো সন্ত্রাসী বা তালিকাভুক্তো ব্যক্তিরা ভারতে যেতে পারবে না। ২০-বিজিবি সদস্যরা সীমান্তে বাড়তি সতর্কতায় অবস্থান আছেন।’