হোম > সারা দেশ > লালমনিরহাট

বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি

প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট) 

করোনাভাইরাসের প্রভাবে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশনে রাজস্ব আয় এবারও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় গত বছর রাজস্ব আদায় বেড়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২১ অর্থবছরে বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১৩ কোটি ৮০ লাখ টাকা। আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকা কম। যেখানে আগের অর্থবছরে (২০১৯-২০২০) লক্ষ্যমাত্রা ছিল ১০৪ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। আদায় হয়েছিল ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসাবে মহামারি পরিস্থিতিতে ২০২০-২০২১ অর্থবছরে আগের বছরের প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর বিভাগের অধীনে বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আদায়ের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ। যা এ শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের ইতিহাসে অতীতের চেয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, শুল্ক স্টেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজস্ব আদায়ে জোর চেষ্টা চালানো হয়। গত অর্থবছরের চেয়ে রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়েছে। তবে বর্তমানে এমন পরিস্থিতি না থাকলে রাজস্ব আয় অনেক বেড়ে যেত।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, করোনা পরিস্থিতে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ব্যবসা-বাণিজ্য করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, প্রশাসন ও ব্যবসায়ীরা আন্তরিক থাকায় রাজস্ব আয় বাড়ছে। এ স্থলবন্দরের ব্যবসায়ী পরিধি, সড়ক, রেল যোগাযোগ বৃদ্ধি এবং কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হলে রাজস্ব আয় কয়েকগুণ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা