হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে আটক ২ জনের হাসপাতালে মৃত্যু

সেনাবাহিনী

যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধায় আটক ৫ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আটক মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ ৫ জনকে আটক করা হয়। এর মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিহতদের স্বজনেরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল এবং তাঁর বাড়ির কাজের ছেলে শফিকুল ও শাহাদৎ হোসেন, রিয়াজুল ইসলাম রকিসহ ৫ জন ধস্তাধস্তি করার ফলে কয়েকজন গুরুতর আহত হন। 

আজ বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও দুপুরের দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শফিকুল ইসলাম মারা যান। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের লাশ বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে। 

গাইবান্ধা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আহত ইউপি চেয়ারম্যান সুইটের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ