হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে আটক ২ জনের হাসপাতালে মৃত্যু

সেনাবাহিনী

যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধায় আটক ৫ জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান আটক মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযানে সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ ৫ জনকে আটক করা হয়। এর মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

নিহতদের স্বজনেরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল এবং তাঁর বাড়ির কাজের ছেলে শফিকুল ও শাহাদৎ হোসেন, রিয়াজুল ইসলাম রকিসহ ৫ জন ধস্তাধস্তি করার ফলে কয়েকজন গুরুতর আহত হন। 

আজ বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও দুপুরের দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শফিকুল ইসলাম মারা যান। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের লাশ বর্তমানে সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রয়েছে। 

গাইবান্ধা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, আহত ইউপি চেয়ারম্যান সুইটের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ