হোম > সারা দেশ > রংপুর

উল্লাপাড়া বিপণি-বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপণি-বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর মাত্র একদিন বাকি তাই প্রত্যেকটি দোকানে ছোটবড় সকল বয়সের মানুষের সমাগম তুলনামূলকভাবে বেশি।

সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও মার্কেটগুলোতে তা মানা হচ্ছে না। মার্কেটগুলোতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়। তাঁদের মধ্যে বেশির ভাগ লোকজনই পড়েননি মাস্ক। যাদের কাছে মাস্ক আছে সেগুলোও থুতনি ও হাতে ঝুলিয়ে রেখেছেন।

বিপণি-বিতানে আসা শাহাদত হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। বছরে দুইটা ঈদ আসে। ঈদকে ঘিরে ছেলেমেয়েদের শখ পূরণ করতেই মার্কেট করতে আসা। তবে এবারে জামা-কাপড়ের দাম তুলনামূলকভাবে বেশি।

এ বিষয়ে এফ অ্যান্ড এইচ ফ্যাশন ক্র্যাফটের মালিক ইমাম হাসান বলেন, সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে দোকানে নতুন জিনিসপত্র তুলতে পারি নাই। আগে যা ছিল তাই বিক্রি করতে হচ্ছে। মার্কেটে ক্রেতার সংখ্যাও কম। এমন পরিস্থিতিতে দোকান ভাড়া এবং শ্রমিকের বেতন দেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ