করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপণি-বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর মাত্র একদিন বাকি তাই প্রত্যেকটি দোকানে ছোটবড় সকল বয়সের মানুষের সমাগম তুলনামূলকভাবে বেশি।
সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও মার্কেটগুলোতে তা মানা হচ্ছে না। মার্কেটগুলোতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়। তাঁদের মধ্যে বেশির ভাগ লোকজনই পড়েননি মাস্ক। যাদের কাছে মাস্ক আছে সেগুলোও থুতনি ও হাতে ঝুলিয়ে রেখেছেন।
এ বিষয়ে এফ অ্যান্ড এইচ ফ্যাশন ক্র্যাফটের মালিক ইমাম হাসান বলেন, সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে দোকানে নতুন জিনিসপত্র তুলতে পারি নাই। আগে যা ছিল তাই বিক্রি করতে হচ্ছে। মার্কেটে ক্রেতার সংখ্যাও কম। এমন পরিস্থিতিতে দোকান ভাড়া এবং শ্রমিকের বেতন দেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।