হোম > সারা দেশ > রংপুর

উল্লাপাড়া বিপণি-বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

করোনার ভয়াবহ অবস্থার মধ্যেও ঈদের আনন্দ উপভোগ করতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপণি-বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর মাত্র একদিন বাকি তাই প্রত্যেকটি দোকানে ছোটবড় সকল বয়সের মানুষের সমাগম তুলনামূলকভাবে বেশি।

সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও মার্কেটগুলোতে তা মানা হচ্ছে না। মার্কেটগুলোতে নারী, পুরুষ, শিশু, কিশোরসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়। তাঁদের মধ্যে বেশির ভাগ লোকজনই পড়েননি মাস্ক। যাদের কাছে মাস্ক আছে সেগুলোও থুতনি ও হাতে ঝুলিয়ে রেখেছেন।

বিপণি-বিতানে আসা শাহাদত হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। বছরে দুইটা ঈদ আসে। ঈদকে ঘিরে ছেলেমেয়েদের শখ পূরণ করতেই মার্কেট করতে আসা। তবে এবারে জামা-কাপড়ের দাম তুলনামূলকভাবে বেশি।

এ বিষয়ে এফ অ্যান্ড এইচ ফ্যাশন ক্র্যাফটের মালিক ইমাম হাসান বলেন, সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের কারণে দোকানে নতুন জিনিসপত্র তুলতে পারি নাই। আগে যা ছিল তাই বিক্রি করতে হচ্ছে। মার্কেটে ক্রেতার সংখ্যাও কম। এমন পরিস্থিতিতে দোকান ভাড়া এবং শ্রমিকের বেতন দেওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ