হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

কুলিক নদী থেকে নারীর লাশ উদ্ধার 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর কুলিক নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন তিনি। 

নিহত নারীর নাম রেজিয়া খাতুন (৬০)। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের আব্দুস সামাদের স্ত্রী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন রেজিয়া খাতুন। আজ সোমবার ভোরে বিবস্ত্র অবস্থায় কুলিক নদীতে ভাসমান একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে রেজিয়ার স্বজনেরা সেখানে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন। 

রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম বলেন, তিনি ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। গতকাল রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সোমবার সকালে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত না করতে আবেদন করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে দাফন কাজ শেষ করা হবে। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা ময়নাতদন্ত না করতে আবেদন করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতি পেলেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ