হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

কুলিক নদী থেকে নারীর লাশ উদ্ধার 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর কুলিক নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন তিনি। 

নিহত নারীর নাম রেজিয়া খাতুন (৬০)। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের আব্দুস সামাদের স্ত্রী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন রেজিয়া খাতুন। আজ সোমবার ভোরে বিবস্ত্র অবস্থায় কুলিক নদীতে ভাসমান একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে রেজিয়ার স্বজনেরা সেখানে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন। 

রেজিয়ার ছেলে রফিকুল ইসলাম বলেন, তিনি ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। গতকাল রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ সোমবার সকালে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত না করতে আবেদন করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে দাফন কাজ শেষ করা হবে। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা ময়নাতদন্ত না করতে আবেদন করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতি পেলেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন