ঠাকুরগাঁওয়ে ভাঙচুর ও মারপিটের অভিযোগে করা মামলায় বিএনপির ৩০ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে আসামিরা ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অভিযোগ এনে রুহিয়া থানায় মামলা করেন ঘনিবিষ্ণপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুর ইসলাম। এতে বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
আইনজীবী আব্দুল হালিম বলেন, ‘ভাঙচুর ও মারপিটের মামলায় রুহিয়া থানা বিএনপির ৩০ নেতার জামিন আবেদন বাতিল করেছে আদালত। গত বছর উচ্চ আদালত থেকে তারা ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
ছয় সপ্তাহ পর আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ৩০ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। শুধু মাত্র একজন আসামির জামিন মঞ্জুর করেন।’