হোম > সারা দেশ > রংপুর

ভাঙচুরের মামলায় বিএনপির ৩০ নেতা কর্মী কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভাঙচুর ও মারপিটের অভিযোগে করা মামলায় বিএনপির ৩০ নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। এর আগে উচ্চ আদালত থেকে আসামিরা ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অভিযোগ এনে রুহিয়া থানায় মামলা করেন ঘনিবিষ্ণপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুর ইসলাম। এতে বিএনপির ৩১ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আইনজীবী আব্দুল হালিম বলেন, ‘ভাঙচুর ও মারপিটের মামলায় রুহিয়া থানা বিএনপির ৩০ নেতার জামিন আবেদন বাতিল করেছে আদালত। গত বছর উচ্চ আদালত থেকে তারা ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

ছয় সপ্তাহ পর আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ৩০ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। শুধু মাত্র একজন আসামির জামিন মঞ্জুর করেন।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড