হোম > সারা দেশ > রংপুর

বীরগঞ্জে নৌকার পক্ষে কাজ করায় ১৩ প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচার–প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে ১৩ প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে আজ শনিবার তিনজনকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে, আরও ১০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। 

আজ অব্যাহতি পাওয়া তিনজন হলেন—বীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, ঝাড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক গৌরাঙ্গ পাল ও বীরগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী। 

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে তিনজন প্রিসাইডিং অফিসারকে আজ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে প্রচার প্রচারণার অংশের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন বিধিমালা লঙ্ঘনের কারণে তাঁদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এ ছাড়া এর আগে বীরগঞ্জ সরকারি কলেজের ১০ প্রভাষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে এলাহী। এ নিয়ে মোট ১৩ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ