হোম > সারা দেশ > রংপুর

ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল বিদ্যুতের ছেঁড়া তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় সনিয়া বেগম (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত সনিয়া বেগম ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী এবং পাবনা সদরের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। 

নিহতের পরিবার ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে সনিয়া বেগম স্বামী রিপনকে বলেন তাদের শিশু সন্তানকে নিয়ে বাজার যেতে। রিপন সন্তানকে নিয়ে বাজারে গেলে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন সনিয়া। পরে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে দেখতে পান ঘরের ভেতরে বিছানার চাদরে ও বালিশে আগুনের ধোয়া উঠছে এবং বিদ্যুতের ছেঁড়া তারের পাশে খাটের ওপর সনিয়া অচেতন অবস্থায় পড়ে আছে। 

পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে আজ সকালে সনিয়ার মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ওই গৃহবধূর স্বজনদের দাবি নিজ ঘরে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ওই নারীর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার ওই নারীর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ