হোম > সারা দেশ > রংপুর

ওষুধ বিক্রির নামে ফেসবুকে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ফেসবুকে গবাদিপশুর ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে নাহিদ হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ ফেসবুকে ‘মেডিসিন বাজার’ নামের একটি পেজ থেকে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গবাদিপশুর ওষুধ বিক্রি করতেন। উপজেলার তকিপল বাজারে তাঁর গবাদিপশুর ওষুধের দোকান আছে। ওষুধ বিক্রি ও ডেলিভারি দিতে চেয়ে দ্বীন ইসলাম নামের নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক বাসিন্দার কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন ধাপে তিনি ২৪ হাজার টাকা নেন। এরপর দ্বীন ইসলামকে ওষুধ ডেলিভারি না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন তিনি।

বারবার মোবাইল ফোনে কল করে না পেয়ে দ্বীন ইসলাম র‍্যাবের কাছে নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। এরপর গত মঙ্গলবার অভিযান চালিয়ে নাহিদকে আটক করে র‍্যাব। 

এ নিয়ে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘প্রতারণার অভিযোগে নাহিদকে আটক করেছে র‍্যাব। এ ব্যাপারে দ্বীন ইসলাম বাদী হয়ে  গত মঙ্গলবার নাহিদকে আসামি করে মামলা করেছেন। আজ বুধবার তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত