হোম > সারা দেশ > রংপুর

ওষুধ বিক্রির নামে ফেসবুকে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ফেসবুকে গবাদিপশুর ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে নাহিদ হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ ফেসবুকে ‘মেডিসিন বাজার’ নামের একটি পেজ থেকে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গবাদিপশুর ওষুধ বিক্রি করতেন। উপজেলার তকিপল বাজারে তাঁর গবাদিপশুর ওষুধের দোকান আছে। ওষুধ বিক্রি ও ডেলিভারি দিতে চেয়ে দ্বীন ইসলাম নামের নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক বাসিন্দার কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন ধাপে তিনি ২৪ হাজার টাকা নেন। এরপর দ্বীন ইসলামকে ওষুধ ডেলিভারি না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন তিনি।

বারবার মোবাইল ফোনে কল করে না পেয়ে দ্বীন ইসলাম র‍্যাবের কাছে নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। এরপর গত মঙ্গলবার অভিযান চালিয়ে নাহিদকে আটক করে র‍্যাব। 

এ নিয়ে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘প্রতারণার অভিযোগে নাহিদকে আটক করেছে র‍্যাব। এ ব্যাপারে দ্বীন ইসলাম বাদী হয়ে  গত মঙ্গলবার নাহিদকে আসামি করে মামলা করেছেন। আজ বুধবার তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ