হোম > সারা দেশ > রংপুর

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

নাহিদ হোসেন সাদ্দাম। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নগরীর স্টেশন এলাকার বাবুপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হামলায় আহত মামুনুর রশিদ মামুন নামের একজন আন্দোলনকারীর দায়ের করা হত্যাচেষ্টা মামলার ৫১ নম্বর আসামি সাদ্দাম। আন্দোলন চলাকালে দেশীয় অস্ত্র হাতে তাঁকে দেখা গেছে। পুলিশের কাছে ছবি ও ভিডিও রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র‍্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে গিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে তাঁদের ওপর গুলি চালান। এতে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার যুবলীগ নেতা সাদ্দাম হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ