হোম > সারা দেশ > রংপুর

রংপুরে অস্ত্রসহ যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

নাহিদ হোসেন সাদ্দাম। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নগরীর স্টেশন এলাকার বাবুপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হামলায় আহত মামুনুর রশিদ মামুন নামের একজন আন্দোলনকারীর দায়ের করা হত্যাচেষ্টা মামলার ৫১ নম্বর আসামি সাদ্দাম। আন্দোলন চলাকালে দেশীয় অস্ত্র হাতে তাঁকে দেখা গেছে। পুলিশের কাছে ছবি ও ভিডিও রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র‍্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে গিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে তাঁদের ওপর গুলি চালান। এতে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন।

মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার যুবলীগ নেতা সাদ্দাম হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা হচ্ছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস