বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে মাসুদ রানা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোয়ালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাসুদ রানা ওই গ্রামের জাহিদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, মাসুদ রানা সকাল ৯টায় বাড়ির পাশে খেতে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাবাসসুম বিনতে করিম বলেন, মাসুদ রানাকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।