হোম > সারা দেশ > গাইবান্ধা

লকডাউনে সুন্দরগঞ্জে জমজমাট পশুহাট, মানছে না স্বাস্থ্যবিধি

প্রতিনিধি, সুন্দরগঞ্জ

সরকার ঘোষিত কঠোর লকডাউনকে উপেক্ষা করে গাইবান্ধার সুন্দরগঞ্জে বসেছে পশুহাট। হাটে ক্রেতা-বিক্রেতা কেউ মানছে না স্বাস্থ্যবিধি। আজ বুধবার উপজেলার মীরগঞ্জে সর্ববৃহৎ পশুহাটটি বসে। ঈদকে সামনে রেখে এ পশুহাটে হাজারো মানুষের উপস্থিতি ছিল। 
তবে অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ পশুহাটে উপজেলা ও আশপাশের বিভিন্ন এলাক থেকে ক্রেতা-বিক্রেতারা এসেছেন। সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে চলছে কেনাবেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও তা ছিল পকেটে। কেউবা থুতনির নিচে ও কানে ঝুলিয়ে রেখেছেন। লকডাউনের মধ্যে সরকার ও প্রশাসন যখন বিধিনিষেধ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে তখন পশুহাট বসিয়েছেন হাট মালিকেরা। এতে করোনা সংক্রমণ বিস্তার ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে গরু ব্যবসায়ী মমিনের সঙ্গে কথা হলে তিনি জানান, মাস্ক পকেটে আছে। গরমের কারণে মাস্ক পরে থাকা যায় না তাই পড়েননি। মাস্ক না পরলেও কেউ কিছু বলে না তাই অনেকেই মাস্ক পড়েনি বলেও জানান তিনি।

গরু ক্রেতা আবদুল গফুর মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, এখনো গরু কিনতে পারিনি। হাটে অনেক ভিড়। ক্রেতা-বিক্রেতারা গাদাগাদি করে আছে। তাই করোনার ভয়ে বাড়ি চলে যাচ্ছি। পরের হাটে এসে গরু কিনব।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, আজ পশুর হাট বসার কথা নয়। খোঁজ নিয়ে দেখছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফ বলেন, যদি পশুহাট বসে তাহলে হাট ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

মীরগঞ্জ পশুহাট ইজারাদার সোহেল রানার মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত