হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় বিএনপি অফিসে ভাঙচুর-আগুন: সাবেক এমপিসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করা হয়। আজ রোববার দুপুরে যুবদলের এক নেতা মামলাটি করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা এই তথ্য জানিয়েছেন।

সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাবেক এমপি শাহ সারোয়ার কবীরসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিরা হাতে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডের বিএনপির অফিসের দক্ষিণ কোণের জেলা যুবদল অফিসে হামলা-ভাঙচুর চালায়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারপর আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘গাইবান্ধা জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, জেলা যুবদল অফিসে হামলার ঘটনায় আজ রোববার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ