হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আহতরা। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানী মুসার বাজার এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে নারীসহ চারজন আহত হয়েছেন। আঙ্গুর মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে আজ রোববার সকালে হামলা চালানো হয়। এ সময় আঙ্গুর মিয়ার লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড দিয়ে এ হামলা চালায়। এ সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং জমি দখল করে ধানের চারা রোপণ করে হামলাকারীরা। হামলায় আহতরা হলেন আজিজুল ইসলাম (৬৫), মনজু মিয়া (৩৮), আনোয়ার হোসেন (৫৫) ও অলিপা বেগম (৪০)। তাঁদের উদ্ধার করে পীরগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আজিজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের পরিবারের ওপর তারা জোরজবরদস্তি করে সম্পত্তি দখলে নিয়েছে। যার কোনো সঠিক কাগজপত্র তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। আমরা থানায় অভিযোগ দিয়েছি। ন্যায় বিচার চাই।’

অপর দিকে আঙ্গুর মিয়ার ভাই শামসুল হক বলেন, ‘জমিটি আমরা দীর্ঘ ৫০-৬০ বছর ধরে ভোগদখল করে আসছি। হঠাৎ করেই তারা জমি দখলে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। আমাদের একজন গুরুতর আহত। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত