হোম > সারা দেশ > নীলফামারী

১৫ দিন পর নীলফামারীতে পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার

নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি

১৫ দিন পর নীলফামারীর সৈয়দপুরে পুলিশের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, ছয়টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সৈয়দপুরে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শহরের পাঁচ মাথা মোড় এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের দুটি রাইফেল ও একটি পিস্তল খোয়া যায়। তাৎক্ষণিকভাবে রাইফেল দুটি উদ্ধার হলেও পিস্তলটি পাওয়া যায়নি। 

ওসি শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ৯টার দিকে শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় এক বিহারির (উর্দুভাষী) পরিত্যক্ত বাড়ির দেয়ালের সামনে রাস্তার পাশের ঝোপ থেকে ওই পিস্তল, ছয়টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, গত ১৮ জুলাই তারিখের সহিংসতার ঘটনায় থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গতকাল পর্যন্ত মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ