হোম > সারা দেশ > রংপুর

দুর্ভিক্ষের আগেই শেখ হাসিনাকে বিদায় করে দেব: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর থেকে 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা ভবিষ্যতে দুর্ভিক্ষ দেখতে পাচ্ছেন। একটা পরিষ্কার কথা বলি, আপনাকে দুর্ভিক্ষ আসার আগেই বিদায় করে দেব। আগেরবারও আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে। এবার আপনাকে সেটা করতে দেওয়া হবে না।’

আজ শনিবার বিএনপির রংপুরের বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন। 

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে দেশের মানুষের কোনো সম্পর্ক নেই। তাদের রাজনীতি এখন পেটোয়া বাহিনী, আওয়ামী পুলিশ লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওপর নির্ভরশীল।’

আমীর খসরু আরও বলেন, ‘আমরা চাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন। এছাড়া অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। ওরা নানা কথা বলতে থাকবে, আমরা চলতে থাকব।’

অর্থনীতি খাদে পড়ে গেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘রিজার্ভ নাই, ব্যাংকে টাকাও নাই। শেয়ার বাজার লুটপাট হয়ে গেছে।’

জাতীয় ঐক্যের মাধ্যমে, মতামতের প্রেক্ষিতে জাতীয় সরকার গঠন করতে হবে। দেশকে মেরামত, উদ্ধার করতে হলে জাতীয় সরকার লাগবে। ভোট চুরি, সব সমস্যার মূলে। ভোট চোরেরা ক্ষমতায় থাকার জন্য গুম, খুন, মিথ্যা মামলা, লুটপাট, বিচারহীনতার চর্চা করছে। এ সময় শেখ হাসিনা, ভোট চোর বলে স্লোগান দেন তিনি। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ