হোম > সারা দেশ > রংপুর

‘খাবারের দাম বাড়লেও মান বাড়েনি’ 

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে। তবে দামের তুলনায় মান বাড়েনি। নিম্নমানের খাবার নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের ডাইনিংয়ে গত ২৩ ফেব্রুয়ারি খাবারের দাম বাড়ানো হয়। 

বর্তমানে মুরগি বা মাছের সঙ্গে সবজি ও ভাতের দাম ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। এতে করে একজন শিক্ষার্থীর দিনে দুই বেলা খেতে ৭০ টাকা খরচ হচ্ছে।

একাধিক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ডাইনিংয়ে আগে দুপুর ও রাতের খাবারের দাম ৩০ টাকা করে ছিল। এখন দাম বাড়ানো হয়েছে। কিন্তু খাবারের মান বাড়েনি। এমন অবস্থায় হলের কক্ষগুলোয় বৈদ্যুতিক হিটার ব্যবহার করে নিজেরাই রান্না করার প্রবণতা দিন দিন বাড়ছে।’ 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী সালমা সীমা বলেন, ‘দাম বাড়ানো হলেও মান বাড়েনি। খাবারের মান বৃদ্ধির জন্য প্রশাসনের ভর্তুকি খুবই প্রয়োজন বলে মনে করি। মানহীন খাবার নিয়মিত খেলে অসুস্থ হয়ে পড়ব।’ 

এ বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু আজকের পত্রিকাকে বলেন, ‘খাবারের দাম আগেরটাই রাখা উচিত ছিল। আগের দাম রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তুকি দিলে শিক্ষার্থীদের জন্য ভালো হতো। দাম বাড়ানোর বিষয়টি একেবারেই ঠিক হয়নি।’

যোগাযোগ করা হলে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট বিজন মোহন চাকী আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো বরাদ্দ বা ভর্তুকি না থাকায় শিক্ষার্থীদের টাকা দিয়েই তাঁদের খাওয়াতে হয়। বর্তমান বাজারমূল্যে দুই বেলায় ৭০ টাকার খাবারে মান বাড়ানো সম্ভব না।’ 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড