হোম > সারা দেশ > নীলফামারী

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী ডিমলায় গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে উন্নয়ন প্রকল্পের পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব মাহবুব ইসলাম নীলফামারী স্থানীয় সরকার উপ-পরিচালকের (উপ সচিব) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ সচিব) সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভিযোগ সূত্রে জানা গেছে , গত ৪ এপ্রিল গয়াবাড়ি ইউপি সচিবের স্বাক্ষর জালিয়াতি করে ২০২২-২৩ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের তিন লাখ ৭৯ হাজার ১৯৯ টাকা ও ৯ এপ্রিল ভূমি হস্তান্তর প্রকল্পের এক লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান শামছুল হক।

বরাদ্দকৃত এই টাকার অনুকূলে দক্ষিণ গয়াবাড়ী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পুকুরের সুরক্ষা দেয়াল নির্মাণ প্রকল্প ও ফুটানিরহাট এলাকায় রাস্তার পাকানালা নির্মাণ করার কথা ছিল।

ইউপি সচিব মাহবুব আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি এই টাকা উত্তোলন সম্পর্কে কিছুই জানেন না। তার কাছ থেকে এ বিষয়ে কোনো স্বাক্ষর নেওয়া হয়নি। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ‘এ ধরনের অনেক ভূয়া প্রকল্প তৈরি করে চেয়ারম্যান লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অনুসন্ধান করলেই তার আসল তথ্য বেরিয়ে আসবে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শামছুল হককে মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। খোজ নিয়ে জানা গেছে, তিনি এলাকার বাইরে অবস্থান করছেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড