হোম > সারা দেশ > রংপুর

কাস্তেসহ যুবক গ্রেপ্তার ‘অপরাধ হতে পারে’ সন্দেহে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

দুটি হাসুয়াসহ যুবক আটক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে লুৎফর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারী গ্রামের জহর আলীর ছেলে। আজ শনিবার তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহত কয়েকজন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে। সংঘর্ষের খবর পেয়ে আমির হোসেনের আত্মীয় লুৎফর রহমান শুক্রবার বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় তার কাছে দুটি কাস্তে ছিল। কাস্তে দেখে প্রতিপক্ষের আহতরা ভীত হয়ে চিৎকার শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ লুৎফরকে আটক করে পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের টহল দল হাসুয়াসহ লুৎফরকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত লুৎফরের পরিবারের দাবি, দুটি কাস্তে কামারশালায় মেরামত করতে দেওয়া হয়েছিল। মেরামতের পর সেগুলো বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে হাসপাতালে আহত স্বজনদের দেখতে যায় লুৎফর। এতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লুৎফর রহমানের দাবি, মেরামত করতে দেওয়া কাস্তে কামারশালা থেকে নিয়ে আহত স্বজনদের দেখতে হাসপাতালে গেলে প্রতিপক্ষ তাকে ফাঁসিয়ে দেয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, অভিযুক্ত যুবককে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, অপরাধ হতে পারে সন্দেহে লোকজন লুৎফরকে আটক করে রাখে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে শনিবার কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ