হোম > সারা দেশ > রংপুর

কাস্তেসহ যুবক গ্রেপ্তার ‘অপরাধ হতে পারে’ সন্দেহে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

দুটি হাসুয়াসহ যুবক আটক। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রতিপক্ষকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে লুৎফর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সরকারটারী গ্রামের জহর আলীর ছেলে। আজ শনিবার তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গতকাল শুক্রবার কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল করিম ও আমির হোসেনের লোকজনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহত কয়েকজন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রযেছে। সংঘর্ষের খবর পেয়ে আমির হোসেনের আত্মীয় লুৎফর রহমান শুক্রবার বিকেলে আহতদের দেখতে হাসপাতালে যান। এ সময় তার কাছে দুটি কাস্তে ছিল। কাস্তে দেখে প্রতিপক্ষের আহতরা ভীত হয়ে চিৎকার শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ লুৎফরকে আটক করে পুলিশকে খবর দেয়। ভূরুঙ্গামারী থানা পুলিশের টহল দল হাসুয়াসহ লুৎফরকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত লুৎফরের পরিবারের দাবি, দুটি কাস্তে কামারশালায় মেরামত করতে দেওয়া হয়েছিল। মেরামতের পর সেগুলো বাড়িতে নেওয়ার উদ্দেশ্যে সঙ্গে নিয়ে হাসপাতালে আহত স্বজনদের দেখতে যায় লুৎফর। এতে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

লুৎফর রহমানের দাবি, মেরামত করতে দেওয়া কাস্তে কামারশালা থেকে নিয়ে আহত স্বজনদের দেখতে হাসপাতালে গেলে প্রতিপক্ষ তাকে ফাঁসিয়ে দেয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, অভিযুক্ত যুবককে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, অপরাধ হতে পারে সন্দেহে লোকজন লুৎফরকে আটক করে রাখে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে শনিবার কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ