হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার মহেন্দ্রনগর-বড়বাড়ী আঞ্চলিক সড়কের বুড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর খেতাবাগ এলাকার মুজিবর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০) এবং কালীগঞ্জ উপজেলার চৌধুরীরহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে নবীউল ইসলাম রাজু (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে লালমনিরহাট শহর থেকে অটোরিকশায় কয়েকজন যাত্রী বড়বাড়ী বাজারের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বুড়ির বাজার এলাকা অতিক্রম করার সময় অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ওই অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে দুজন ঘটনা স্থলেই মারা যান। পুলিশ ও স্থানীয়রা বাকি আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার