হোম > সারা দেশ > লালমনিরহাট

বিপৎসীমায় তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ কপাট

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। ফলে ৪৪টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করছেন ব্যারাজ কর্তৃপক্ষ। 
 
আজ শনিবার দুপুর ১২টা দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। যা বিপৎসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। 

এর আগে শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার। যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। 

পানি উন্নায়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিপাতের কারণে শনিবার ভোর থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। এতে দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এদিকে পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। 
 
এ বিষয়ে ডালিয়া পানি উন্নায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসাউদ্দৌলা আজকের পত্রিকা বলেন, ‘তিস্তা নদীর পানি শনিবার ভোর থেকে বাড়তে শুরু করেছে। সকালে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ