হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে জাপা নেতার বিরুদ্ধে গির্জা দখলের অভিযোগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ অ্যাসেম্বলিজ অব গডের একটি চার্চ (গির্জা) দখলচেষ্টার অভিযোগে উঠেছে জাতীয় পার্টির (জাপা) এক নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় খ্রিষ্টধর্মাবলম্বীরা। 

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন গির্জাটির ফাদার (পালক) সুজন সরকার ও নীলফামারী সদর উপজেলার গির্জার ফাদার দয়াল ঋষি। 

ফাদার সুজন সরকার বলেন, সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কয়া গোলাহাট এলাকার কয়া পশ্চিমপাড়ায় ২০১৬ সালে সাড়ে ১২ শতক একটি নিচু জমি কেনা হয়। পরে তা ভরাটের করে ২০২০ সালে গড়ে তোলা হয় এ জি চার্চ। এরপর সেখানে নিয়মিত প্রার্থনাসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে স্থানীয় শতাধিক খ্রিষ্টান। কিন্তু সম্প্রতি সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ঠিকাদার জয়নাল আবেদীন ওই জমি নিজের দাবি করে চার্চের একতলা ভবনসহ জবরদখল করে নেন।

নীলফামারী সদর উপজেলার গির্জার ফাদার দয়াল ঋষি বলেন, ‘গত ৫ ফেব্রুয়ারি উল্লিখিত স্থানে ইট, বালু, রড এনে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেন তিনি। এতে বাধা দিলে তাঁর বাহিনী আমাদের ওপর চড়াও হয়। আমরা পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারও কাজ শুরু করেন তিনি। চার্চ দখল করায় আমরা উপাসনা করতে পারছি না। এ বিষয়ে আমরা সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তারপরও কাজ বন্ধ করেননি তিনি। তাই নিরুপায় হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছি আমরা। প্রার্থনালয় দখলমুক্ত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

অভিযোগের ব্যাপারে জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, ‘জমিটি মূল মালিকের কাছ থেকে আমি আমার ছেলের নামে কিনে সেখানে স্থাপনা গড়ে তুলছি।’

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার