হোম > সারা দেশ > নীলফামারী

যাত্রীবেশে ইজিবাইক ছিনতাই, আটক ১

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সেলিম হোসেন (২১) নামের এক চালকের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করেছেন যাত্রীবেশী ৩ ছিনতাইকারী। এ ঘটনায় দুজন পালিয়ে গেলেও আবু হায়াত সুরুজ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার সেলিম জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর গ্রেপ্তারকৃত আবু হায়াত বগুড়া সদর উপজেলার বারপুর এলাকার আনারুলের ছেলে। 

পুলিশ ও সেলিমের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে জেলার ডোমার স্টেশন থেকে ওই ৩ জন যাত্রীবেশে সেলিমের ইজিবাইকে ওঠেন। তাঁরা সেখানে রাস্তার পাশে থাকা একটি ট্রাক তাঁদের দাবি করে এটি নষ্ট হওয়ায় এর যন্ত্রাংশ আনার জন্য সেলিমকে নীলফামারীতে নিয়ে যান। সেখানে হোটেলে তাঁকে মিষ্টি খাওয়ান। এরপর অনেক ঘোরাঘুরি করে যন্ত্রাংশ না পাওয়ায় তাঁকে সৈয়দপুরে নিয়ে আসেন। সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এসে তাঁকে আবারও এক হোটেলে রসমালাই খাওয়ান। এরপর একজনকে ইজিবাইকে রেখে সেলিমকে নিয়ে অন্য দুজন যন্ত্রাংশ নিয়ে আসার জন্য নেমে যান। তাঁদের একজন কৌশলে তাঁর কাছ থেকে ইজিবাইকটির চাবি নিয়ে নেন। কিছু দূরে নিয়ে গিয়ে ওই দুজন সেলিমকে তাঁর ইজিবাইকের কাছে চলে যেতে বলেন। 

এতে সন্দেহ হলে পালাতে চেষ্টা করলে তাঁদের সঙ্গে সেলিমের ধস্তাধস্তি হয়। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আবু হায়াতকে আটক করেন। পরে টার্মিনালে গিয়ে দেখেন, তাঁর ইজিবাইকটি নেই। খবর পেয়ে পুলিশ আবু হায়াতকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সে সময় অসুস্থ হয়ে পড়লে সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার ও অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু