হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোমিনুল ইসলাম (১৭)। আজ রোববার দুপুরে মোহনপুর রাবার ড্যামে এই দুর্ঘটনার ঘটে।

মোমিনুল ইসলাম দিনাজপুর পৌরসভার ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইন পাড় এলাকার ধলা মিয়ার ছেলে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও দিনাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোমিনুলসহ কয়েকজন মিলে দুপুরে মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে আত্রাই নদীর মাঝখানে সেতুর পুরাতন একটি খুঁটিতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করে মোমিনুল। এ সময় পা পিছলে সে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বিকেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় তার লাশের সন্ধান মেলে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস পরিদর্শক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘মোমিনুলের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সময় মোমিনুলের সঙ্গে একটি ছেলে ও তার চাচা ছিল। তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার