হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে সেলফি তুলতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের আত্রাই নদীতে গোসল করতে নেমে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মোমিনুল ইসলাম (১৭)। আজ রোববার দুপুরে মোহনপুর রাবার ড্যামে এই দুর্ঘটনার ঘটে।

মোমিনুল ইসলাম দিনাজপুর পৌরসভার ফুলবাড়ী বাসস্ট্যান্ড লাইন পাড় এলাকার ধলা মিয়ার ছেলে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও দিনাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মোমিনুলসহ কয়েকজন মিলে দুপুরে মোহনপুর রাবার ড্যামে গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে আত্রাই নদীর মাঝখানে সেতুর পুরাতন একটি খুঁটিতে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করে মোমিনুল। এ সময় পা পিছলে সে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে বিকেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় তার লাশের সন্ধান মেলে।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস পরিদর্শক আব্দুল মালেক আজকের পত্রিকাকে বলেন, ‘মোমিনুলের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মুনিরুজ্জামান বলেন, ‘ঘটনার সময় মোমিনুলের সঙ্গে একটি ছেলে ও তার চাচা ছিল। তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা