হোম > সারা দেশ > দিনাজপুর

‘মিড ডে মিল’ ব্যবস্থা করা সেই বিদ্যালয়কে প্রশাসনের সহায়তা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

নিজ কার্যালয়ে ইউএনও দলি গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের হাতে অর্থ সহায়তা দেন। ছবি: আজকের পত্রিকা

সপ্তাহে ৫ দিন ‘মিড ডে মিল’ ব্যবস্থা করা দলি গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে অর্থসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে নিজ কার্যালয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামানের হাতে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী এবং পুষ্টিকর খাবার তুলে দেন ইউএনও তাজ উদ্দিন।

এর আগে ৭ নভেম্বর বিদ্যালয়ের এমন উদ্যোগ নিয়ে আজকের পত্রিকার অনলাইনে ‘শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সপ্তাহে ৫ দিন ‘‘মিড ডে মিল’’’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

দলি গুলিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান বলেন, ‘আমাদের একার পক্ষে এই আয়োজনের ব্যয় বহন করা কষ্টসাধ্য। এতে উপজেলা প্রশাসন সহায়তা করায় ইউএনওকে ধন্যবাদ। আরও সহায়তা পেলে এই আয়োজন বৃদ্ধি করা সম্ভব।’

এ বিষয়ে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্ব-উদ্যোগে এমন ইতিবাচক কাজে উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে। যেন সবার সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার যে কোনো ইতিবাচক পরিবর্তন করা সম্ভব হয়।’

উল্লেখ্য, স্কুলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার মানোন্নয়নে খানসামা উপজেলার দলি গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। নিজ উদ্যোগেই এই স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সপ্তাহে রোববার থেকে বুধবার ডিম কিংবা পুষ্টিসমৃদ্ধ অন্য খাবার এবং প্রতি বৃহস্পতিবার খিচুড়ি খাওয়ানো হয়। সপ্তাহে ৫ দিন শিক্ষকদের এমন উদ্যোগে স্কুলে নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার