হোম > সারা দেশ > রংপুর

রংপুর কারাগারের ভেতরে গুলি, সেনা-পুলিশের অভিযান চলছে 

রংপুর প্রতিনিধি

রংপুর কেন্দ্রীয় কারাগারে ভেতর থেকে থেমে থেমে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার বেলা ১টা থেকে ভেতরে গুলির শব্দ শোনা যায়। এরপর দফায় দফায় কারাগারের ভেতরে প্রবেশ করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারাগারের ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। বিপুল পরিমাণ সেনাসদস্য ভেতরে প্রবেশ করেছেন। তবে কারাগারের ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। 

কারা সংশ্লিষ্টজন ও স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৮টার দিকে বাহারুল বাদশা নামের এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে থাকা কয়েদিরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে কয়েদিরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করলে ১ নম্বর জেলে কারারক্ষীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। 

এরপর খবর পেয়ে মহানগর পুলিশের টিম সেখানে আসে এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনীর দল ছুটে আসে। তাৎক্ষণিক তারা পুরো কারাগার এলাকায় ঘিরে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। 

রংপুর কেন্দ্রীয় কারাগারের পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারাগারের ভেতর থেকে গুলির বিকট শব্দ ভেসে আসে। এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা একের পর এক ভেতরে যাচ্ছেন। ভেতরে কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। 

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সেলিম সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ছুটে আসি। কিন্তু ভেতরে এখনো আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এখনো ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। পরিবেশ উত্তপ্ত।’ 

এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিকের মোবাইল ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ