হোম > সারা দেশ > রংপুর

রংপুর কারাগারের ভেতরে গুলি, সেনা-পুলিশের অভিযান চলছে 

রংপুর প্রতিনিধি

রংপুর কেন্দ্রীয় কারাগারে ভেতর থেকে থেমে থেমে গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ শুক্রবার বেলা ১টা থেকে ভেতরে গুলির শব্দ শোনা যায়। এরপর দফায় দফায় কারাগারের ভেতরে প্রবেশ করছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কারাগারের ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। বিপুল পরিমাণ সেনাসদস্য ভেতরে প্রবেশ করেছেন। তবে কারাগারের ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। 

কারা সংশ্লিষ্টজন ও স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৮টার দিকে বাহারুল বাদশা নামের এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারে থাকা কয়েদিরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে কয়েদিরা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করলে ১ নম্বর জেলে কারারক্ষীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। 

এরপর খবর পেয়ে মহানগর পুলিশের টিম সেখানে আসে এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনীর দল ছুটে আসে। তাৎক্ষণিক তারা পুরো কারাগার এলাকায় ঘিরে ফেলে এবং ভেতরে প্রবেশ করে। 

রংপুর কেন্দ্রীয় কারাগারের পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কারাগারের ভেতর থেকে গুলির বিকট শব্দ ভেসে আসে। এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা একের পর এক ভেতরে যাচ্ছেন। ভেতরে কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। 

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সেলিম সরকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ছুটে আসি। কিন্তু ভেতরে এখনো আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এখনো ভেতর থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। পরিবেশ উত্তপ্ত।’ 

এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিকের মোবাইল ফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড