হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় আওয়ামী লীগের ২০ নেতাকে বহিষ্কার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার। 

বহিষ্কৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নওদাবাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, উপদেষ্টা ও ভেলাগুড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মহির উদ্দিন, উপদেষ্টা ও সিংগীমারী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন মিয়া, উপদেষ্টা ও ডাউয়াবাড়ি ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রেজ্জাকুল ইসলাম কায়েদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী আঞ্জুমান আরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুল ইসলাম সজীব, ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী দেলোয়ার রহমান, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী ইবনে ওহাব আল মাহমুদ, গোতামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্রোহী প্রার্থী মোনাব্বেরুল হক, ফকির পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আজিজার রহমান, ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী জাহিদ হোসেন, সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও বিদ্রোহী প্রার্থী শাহ মমিনুল ইসলাম, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য বিদ্রোহী প্রার্থী মেহেদি হাসান, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী সজল হোসেন, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও বিদ্রোহী প্রার্থী মেহেদি হাসান, ফকির পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী ফজলার রহমান খোকন, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী ইলিয়াস তালুকদার, সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী এনায়েত উল্লাহ, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও বিদ্রোহী প্রার্থী সজল হোসেন, ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও গড্ডিমারী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শামসুল হুদা, নওদাবাস ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী রতন চক্রবর্তী। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারাই কাজ করবেন, তাদেরই বহিষ্কার করা হবে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ