নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানার উত্তর পাশের প্রাচীর সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উল্লেখিত সময়ে স্থানীয়রা গোসল করতে এসে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ সময় তরুণীর পরনে ছিল গোলাপি রঙের সালোয়ার-কামিজ। তাঁর আনুমানিক বয়স ১৮-২০ বছর।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।