হোম > সারা দেশ > রংপুর

খানসামায় ব্রয়লার মুরগির খামারে আগুনে পুড়ল ৩ হাজার মুরগি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

মুরগির খামার। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামায় ব্রয়লার মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা প্রায় ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজারের পাশের একটি খামারে এ ঘটনা ঘটে। বেলাল ইসলাম, রশিদ ইসলাম ও হাচান যৌথভাবে খামারটি পরিচালনা করেন।

ক্ষতিগ্রস্ত মালিক বেলাল, হাচান ও প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, আজ আনুমানিক সকাল ৬টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুন ছড়িয়ে পড়লে খামারে থাকা ১৫ দিন বয়সী ৩ হাজার মুরগির বাচ্চা ও খামারটি পুড়ে যায়। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই মুরগির খামারমালিকেরা দাবি করেন এই অগ্নিকাণ্ডে তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, অগ্নিকাণ্ডে ব্রয়লার খামার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি দুঃখজনক। অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে। এই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার