হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুর জামাল (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে গুলিবিদ্ধ লাশ নিয়ে গেছেন বিএসএফের সদস্যরা।

গতকাল রোববার রাত ১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ৩৮২ / ৩ এস পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত নুর জামাল উপজেলার আমজানখোর ইউনিয়নের মৃত তসলিম উদ্দীনের ছেলে এবং আমজানখোর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুর ইসলামের ছোট ভাই।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রোববার রাতে নুর জামালসহ পাঁচ-ছয়জন গরু আনার জন্য রত্নাই সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সীমান্তের ৩৮২ / ৩ এস পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে গেলে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্য তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নুর জামাল। বাকিরা পালিয়ে আসেন।

রত্নাই কোম্পানি কমান্ডার আব্দুল জলিল বলেন, নুর জামালের লাশ রাতেই নিয়ে গেছে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

এদিকে লাশ ফেরতের জন্য আজ সোমবার দুপুরে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সন্দীপ কুমারের সঙ্গে রত্নাই এলাকার সীমান্ত পিলার ৩৮২ / ৩ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মারাধর এলাকায় বিজিবির সদস্যদের পতাকা বৈঠক হয়েছে।

পতাকা বৈঠকে থাকা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শামসুল আলম জানান, গুলিতে নিহত এবং লাশ নিয়ে যাওয়ার বিষয়টি বিএসএফের পক্ষ থেকে স্বীকার করা হলেও লাশ ফেরত দেওয়ার সময় এখন পর্যন্ত জানায়নি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ