হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে ট্রাক্ট‌রের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে স্কুলশিক্ষার্থী নিহত

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপু‌রের বিরল উপ‌জেলায় ট্রাক্ট‌রের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে মোহনা আক্তার সা‌ম্মী (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হ‌য়। আজ (বুধবার) সকাল সা‌ড়ে ৯টায় উপ‌জেলার বি‌জোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। এ সময় মোটরসাইকেলের চালক ও নিহত ওই শিক্ষার্থীর সহপাঠী গুরুতর আহত হয়।

নিহত স্কুলশিক্ষার্থী মোহনা আক্তার বি‌জোড়া ইউনিয়নের লক্ষ্মীজল এলাকার মিজানুর রহমা‌নের মে‌য়ে। মোহনা রঘুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছি‌ল। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আছেন মোটরসাইকেল চালক হা‌বিবুর রহমান (৪৫) অপর শিক্ষার্থী একই গ্রা‌মের আরিফুল ইসলা‌মের মে‌য়ে ঋতু আক্তার (১৪)।

রঘুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, বুধবার সকা‌লে মোহনা আক্তার তাঁর চাচা হাবিবুর রহমা‌নের মোটরসাইকেলে ব‌সে বান্ধবী ঋতু আক্তারসহ স্কু‌লে যা‌চ্ছি‌লেন। এ সময় স্কু‌লের অদূ‌রে উত্তর বহলা নামক এলাকায় বিপরীত দিক থে‌কে আসা ইট‌বোঝাই ট্রাক্ট‌রের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ট্রাক্টরের ধাক্কায় সড়‌কে ছিট‌কে প‌ড়ে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থ‌লেই মৃত্যুবরণ ক‌রে মোহনা আক্তার। স্থানীয়রা তা‌দের‌ উদ্ধার ক‌রে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতা‌লে নি‌য়ে যান। বর্তমানে মোটরসাইকেলচালক ও অপর শিক্ষার্থী মেডিকেল কলেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ দাফন করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ