হোম > সারা দেশ > রংপুর

রংপুর সিটিতে ভোট ২৭ ডিসেম্বর, থাকবে সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলেও চূড়ান্ত তফসিল ঘোষণা করা হয়নি।

জাহাংগীর আলম বলেন, কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। আপাতত আজকের কমিশন সভায় ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে ইসি সচিব আরও জানান, রংপুর সিটিতে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। একই সঙ্গে অন্যান্য নির্বাচনের মতো রসিক ভোটেও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হবে।

এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশন সম্মেলন সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এতে সভাপতিত্ব করেন।

এ সময় রংপুর সিটি ভোট ছাড়াও পাঁচটি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব। ২৯ ডিসেম্বর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।

সর্বশেষ রংপুর সিটিতে নির্বাচন হয়েছিল ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর, তাই এই সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি। 

ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি করপোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। এ ক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। আর রসিক সিটি নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির থেকে আগের ১৮০ দিনের মধ্যে।

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ