কাউনিয়া (রংপুর): রংপুরের কাউনিয়ায় অভাব অনটনে মানসিক বিপর্যস্ত হয়ে আজিজুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধ ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন। আজ সোমবার উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের লোকজন জানায়, দীর্ঘ দিন ধরে অভাব অনাটনে দিন কাটছিল দিনমজুর আজিজুল ইসলামের। রোববার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের অজান্তে ইঁদুর মারার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তিন মারা যান।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, অভাব অনাটন সহ্য করতে না পেরে মানসিক বিপর্যস্ত হয়ে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।