নীলফামারী: কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এন্তাজুল হক (৫৩) ও মোমেনা বেগম (৪২) নামে এক দম্পতি। তাঁদের বাড়ি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের সুটিপাড়ায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝড়ে প্রাণ হারান তারা।
নিহতের বড় ছেলে মমিনুর রহমান বলেন, ঝড়ের সময় আমার তিন বছরের শিশুপুত্রকে সাথে নিয়ে বাঁশের বেড়ার টিনের ঘরের মধ্যে শুয়ে ছিলেন বাবা-মা। আমি পাশের ঘরে ছিলাম। ঝড়ে ওই ঘরের ওপর আম ও মেহগনি গাছ উপড়ে পড়লে তাঁরা চাপা পড়েন। দ্রুত আমিসহ প্রতিবেশীরা ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করি। ধ্বংসস্তূপ সরিয়ে দেখি বাবা-মায়ের নিথর দেহ। আর আমার তিন বছরের ভাইটি মৃতদেহ দুটির মাঝখানে বসে কাঁদছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে আছে সে।
নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ঝড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে দাফন সম্পন্ন করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।