হোম > সারা দেশ > লালমনিরহাট

সরকারের দেওয়া গরু বাড়িতে নিতে দেয়নি বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের দরিদ্র পরিবারকে সরকারের দেওয়া দুটি গরু বাড়িতে নিতে দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার দুপুরে তিনবিঘা করিডর সড়ক দিয়ে গরু নেওয়ার সময় এই বাধা দেওয়া হয়।

সরেজমিন ওই এলাকায় গিয়ে জানা গেছে, বিলুপ্ত ছিটমহল ও নদী বিধৌত চরাঞ্চলের গরিব বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সরকার গরু-ছাগল, হাঁস-মুরগি বিতরণের উদ্যোগ নেয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের চত্বর থেকে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারকে ২০টি বকনা গরু দেওয়া হয়। গরুগুলো দরিদ্রদের হাতে তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা দরিদ্র জবেদা খাতুন (৪০) ও মোজাম্মেল হক (৬৫) একটি করে গরু পান। তাঁরা গরু দুটি নিয়ে দুপুরে বাড়ি যাওয়ার সময় দহগ্রাম তিনবিঘা করিডর গেটে দায়িত্বরত বিএসএফ সদস্যরা বাধা দেন। পরে পানবাড়ি বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার হারুন অর রশীদ বিএসএফের সঙ্গে কথা বললেও লাভ হয়নি।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। সীমান্তের ৮১২ নম্বর মেইন পিলারের কাছে আয়োজিত বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ পাঁচ সদস্যের নেতৃত্ব দেন। বিএসএফ ৬ ব্যাটালিয়নের তিনবিঘা কোম্পানি কমান্ডার শামসের সিং পাঁচ সদস্য নিয়ে সভায় অংশ নেন।

সভা সূত্র জানায়, সভায় বিএসএফ কমান্ডার বলেছেন, তিনবিঘা করিডর সড়ক দিয়ে কোনো গরু নিয়ে যেতে দেওয়া হবে না। বিষয়টি বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থার ব্যাপারে জানানো হবে।

দহগ্রামের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিএসএফের সঙ্গে পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা সব সময় দায়সারাভাবে কথা বলেন। যেকোনো ইস্যুতে ভালো ভূমিকা রাখেন না। এতে এখানকার বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে।’

দহগ্রামের বাসিন্দা সাবেক শিক্ষক রেজানুর রহমান রেজা (৬০) বলেন, ‘আমাদের দেশের পণ্য আমরা কেন দেশের মধ্যে নিতে পারব না? স্বাধীন দেশের নাগরিককে কেন এ ধরনের দুর্ভোগ পোহাতে হবে?’

গুচ্ছগ্রামের বাসিন্দা মোজাম্মেল হক (৬৫) বলেন, ‘দরিদ্র পরিবার হিসেবে সরকারি একটি বকনা গরু পেয়েছি। আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশে নিতে দেয়নি বিএসএফ। পরে অন্যের বাড়িতে রেখে এসেছি।’

দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমাদের দেশে যেকোনো বৈধ জিনিস কেন বিএসএফ আনতে দেবে না। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি।’

এ ব্যাপারে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার এ এফ এম আজমল হোসেন খান বলেন, ‘দহগ্রামে গরু নিতে বিএসএফের বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ