নীলফামারীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে (১৬) আটক করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার রামগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে রামগঞ্জের সুখধন দাসপাড়া এলাকার বাসিন্দা।
এর আগে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।
এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভুক্তভোগী শিশু বন্ধুদের সঙ্গে খেলছিল। তার মা তাকে রেখে গোসল করতে যায়। সেসময়ে অভিযুক্ত কিশোর তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময়ে শিশুটির চিৎকার করলে ওই কিশোর পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’