হোম > সারা দেশ > রংপুর

পল্লী বিদ্যুতে ৬০ হাজার টাকা দিতে পারেননি বাবা, বিদ্যুতায়িত হয়ে মেয়ের মৃত্যু

শিপুল ইসলাম, রংপুর

ঘরের ওপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার। সেই তার কিছুদিন আগে হেলে যায়। এতে ঘর বিদ্যুতায়িত হওয়ার শঙ্কায় তার সরানোর জন্য পল্লী বিদ্যুতের অফিসে আবেদন করেছিলেন জাহিদুল ইসলাম। কিন্তু তার সরানোর জন্য ৬০ হাজার টাকা চাওয়া হয় অফিসে। সেই টাকা দিতে না পারায় তারও সরানো হয়নি। কিন্তু জাহিদুলের সেই শঙ্কা নিষ্ঠুরভাবেই সত্যি হয়েছে। ঘরের ওপরে থাকা পল্লী বিদ্যুতের তার ঘরের চালে লেগে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি মারা গেছে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে। নিহত মীম আক্তার ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের বসতবাড়ির ওপর দিয়ে চলে গেছে পল্লী বিদ্যুতের খুঁটির লাইনের তার। সেই তার ঘরের চালে লাগলে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায় জাহিদুলের। আজ বিকেল ৪টার দিকে মীম ঘরে পড়ার জন্য গেলে টিনের বেড়ায় বিদ্যুতে আটকে যান। মীমের চিৎকার শুনে তার মা আরমিনা বেগম পল্লী বিদ্যুতের তারাগঞ্জের অভিযোগ কেন্দ্রে ফোন দেন। বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলেও মীম ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

নিহত মীম আক্তারের বাবা জাহিদুল ইসলামের অভিযোগ, বাড়ির ওপর দিয়ে পল্লী বিদ্যুতের যে তার চলে গেছে, সেই তার সরানোর জন্য কয়েক দফা পল্লী বিদ্যুতের তারাগঞ্জ উপকেন্দ্রে যোগাযোগ করেছেন জাহিদুল। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জাহিদুলের কাছে ঘরের ওপর দিয়ে যাওয়া তার সরিয়ে নেওয়ার জন্য ৬০ হাজার টাকা চায়। এ টাকা দিতে না পারায় ওই তার সরিয়ে নেয়নি পল্লী বিদ্যুৎ অফিস। 

নিহত মীম আক্তারে মা আরমিনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘টাকা অভাবে ঘরে ওপরে কারেন্টের তার সারেবার পারোং নাই। পল্লী বিদ্যুৎ তার সরাইলে আজ কারেন্টোত আটকি মোর ছাওয়াটা মরিল না হয়। সেই তার টিনোত নাগি ঘর কারেন্ট হয়া ছাওয়াটা মোর মরি গেল।’ 

আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল বলেন, ‘পল্লী বিদ্যুতের তার ঘরে লেগে বিদ্যুতায়িত হয়ে মীম আক্তার মারা গেছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক।’ 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর তারাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মনোয়ার হোসেন সুমন বলেন, ‘তাঁরা তার সরানোর জন্য আবেদন করেছিল করোনার সময়। সে সময় ডিজিএম টাকা চেয়েছিল কি না তা আমার জানা নেই। আমি এখানে কিছুদিন আগে যোগদান করেছি। ঘটনাটি জানার পরেই ওই বাড়ি ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার সরানোর ব্যবস্থা করেছি।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ