হোম > সারা দেশ > রংপুর

যে মার্কার টাকা পাই, তারই গান বাজাই

শিপুল ইসলাম, তারাগঞ্জ, (রংপুর)

রংপুরের তারাগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী প্রচারণায় এবার রিকশা ভ্যানের বদলে ইজিবাইক বেশি ব্যবহার করা হচ্ছে। প্রতীক বরাদ্দের পর থেকে ইজিবাইকের ওপর মাইক লাগিয়ে গ্রাম-গঞ্জে ঘুরে প্রতীক ও প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন প্রার্থীর কর্মীরা। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এ উপজেলায় ভোট হবে। 

উত্তর জগদীশপুর গ্রামের ইজিবাইকচালক জাহাঙ্গীর আলম (৩৫) তাঁর ইজিবাইকে মাইক বেঁধে গানে গানে প্রার্থীর প্রচার চালাচ্ছেন। আজ বুধবার সকালে বরাতি বাজারে কথা হলে তিনি বলেন, ‘ভোট মানে তো কারও লাভ, কারও লস। ভোট আসি হামার লাভে হইচে। প্রত্যেক দিন মাইকিং করি এক হাজার টাকা কামাই হয়ছে। জায় হামার গাড়ি ভাড়া নেয়ছে, তায় তিন বেলার খাবারও দেয়ছে। দুইটা থাকি রাত আটটা পর্যন্ত মাইকিং করলে এক হাজার টাকাও পাওয়া যায়ছে। ভোট ছাড়া এ কামাই হইল না হয়।’ 

বেলতোলীর মোড়ে নির্বাচনী প্রচারের জন্য মাইক নিয়ে ইজিবাইকে বসেছিলেন রহিমাপুর গ্রামের আলেফ মিয়া (৪০)। তিনি জানান, নির্বাচনের কারণে এই আয়ের সুযোগ পাচ্ছেন তাঁরা। না হলে সারা দিনেও তাদের পাঁচ শ টাকা আয় হতো না। 

মানিকা মিয়া পেশায় নর সুন্দর। পাশাপাশি বিয়েবাড়ি বিভিন্ন আচার অনুষ্ঠানে ঢাক ঢোল সানাই বাজায়। নির্বাচনী প্রচারণায় তাঁদের কদর বেড়েছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারণার জন্য তাদের ঘণ্টা, দিন হিসাবে ভাড়া করছেন। ইকরচালী ফকিরপাড়া গ্রামে ইজিবাইকে গান গানে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায়। ওই সময় তিনি ইউপি সদস্য জিয়াউর রমানের পক্ষে ঢোলের তালে সানাই বাজিয়ে গান গেয়ে তাঁর গুনাবলীর বর্ণনা তুলে ধরে ফ্যান প্রতীকে ভোট প্রার্থনা করছেন। ‘ইকরচালীবাসী কয়, ফ্যান মার্কার হবে জয়। সবায় মিলি বাঁধমো জোট, ফ্যান মার্কায় দিমো ভোট।’ তাঁর এমন গানে মুখরিত হয়ে উঠে গ্রাম। নতুন ধারার গান শুনতে জরো হয় পথচারীরা। নির্বাচনী গানে ইকরচালীর মানুষেরা ক্ষণিক সময়ের জন্য ভিন্ন মাত্রার বিনোদন খুঁজে পায়। 

মানিক মিয়া বলেন, ‘হামরা যে মার্কার টাকা পাই, ‘সেই মার্কার গান বাজাই। ভোট আইলে প্রার্থীরা হামাক ভাড়া করি নিয়া যায়। যার মার্কার গান বাজনা করি, তাঁর খাবারও খাই। একেক দিন একেক জন প্রার্থীর হয়া বাজনা বাজাই, প্রতীকে নিয়া গান করি। ভোট বেরাইলে তো আর এই কামাই হবার নেয়। 

ইকরচালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোবারক হোসেন প্রামাণিক বলেন, ইজিবাইকে কম সময়ে বেশি এলাকায় প্রচারণা চালানো যায়। তাই নির্বাচনী প্রচারণায় আমরা মতো অন্য প্রার্থীরাও মাইকিংয়ে এবার ইজিবাইক ব্যবহার করছি।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ