হোম > সারা দেশ > রংপুর

‘সেরা উদ্ভাবক’ নির্বাচিত হলেন রংপুরের খলিলুর রহমান

প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

বাংলাদেশর শিক্ষকদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ‘শিক্ষক বাতায়ন’ এর ‘সেরা উদ্ভাবক’ নির্বাচিত হলেন রংপুরের পীরগাছা উপজেলার কৃতি সন্তান মো. খলিলুর রহমান। তিনি উপজেলার চন্ডিপুর মডেল হাই স্কুলে সহকারী শিক্ষক। শিক্ষক বাতায়নে রংপুর জেলায় এই প্রথম খলিলুর রহমান নির্বাচিত হওয়া রংপুরবাসীর জন্য একটি বিরাট পাওয়া।

গত শনিবার রাতে শিক্ষা অধিদপ্তর পরিচালিত শিক্ষক অ্যাম্বাসেডর (এটুআই) চলতি পাক্ষিকে ৫ লাখ ৮৪ হাজার ৯৩ জন শিক্ষকের মধ্যে তাঁকে সেরা উদ্ভাবক হিসেবে ঘোষণা দেন। খলিলুর রহমান নিজেকে একজন সফল শিক্ষক হিসেবে তুলে ধরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই কর্তৃক পরিচালিত শিক্ষক বাতায়নে ২০১৯ সালে সপ্তাহের (৩৯ তম) “সেরা কনটেন্ট নির্মাতা, জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হওয়া এবং উপজেলা পর্যায়ে সেরা শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। এ ছাড়া স্বপ্নের সারথি হিসেবে ২০২১ সালের আগস্ট মাসের প্রথম পাক্ষিকে সেরা উদ্ভাবক নির্বাচিত হন।

শিক্ষক খলিলুর রহমান বলেন, `লক্ষ্য যখন অটুট, অবিচল আর পেশা যখন নেশায় পরিণত হয়, স্বপ্ন তখন আলো ছড়িয়ে দিতে থাকে। হতাশ না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার নামই সফলতা। আমি আমার এ সফলতার ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি এবং আমার দেশ, আমার বিদ্যালয় পাঠদানের মাধ্যমে সুনাগরিক ও মানবসম্পদ তৈরিসহ শিক্ষার্থীদের নতুন কিছু উপহার দিতে পারি সে আশা রাখছি। আর যারা আমাকে এ কাজের জন্য অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন তাদেরকে আমার অভিনন্দন।'

চন্ডিপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শামসুল আলম বলেন, তার এ সফলতা গোটা দেশ ও স্কুলটির ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শিক্ষক খলিলুর রহমান পীরগাছাবাসীর গর্ব। আগামী দিনে তিনি আরও এগিয়ে যাবেন বলে আশা রাখি।

পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিঞা বলেন, `খলিলুর রহমানের চিন্তা চেতনার প্রতিফলন আজকের এই সফলতা। তাঁর সফলতায় আমরা খুশি। তিনি আমাদের আইকন।'

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ