হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ওড়ার আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, দেরিতে যাত্রা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ওড়ার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ত্রুটি সারিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর উড়োজাহাজটি সৈয়দপুর ছেড়ে যায়। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এ সময় বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৯১/৪৯২ নম্বর ফ্লাইটটি। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরণ করে। যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য উড়োজাহাজটি চালু করলে সামনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে পৌনে এক ঘণ্টা পর সব যাত্রী নিয়ে উড়োজাহাজটি বেলা সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। এভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সারাতে সক্ষম হই আমরা। পরে যাত্রীদের নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ