হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ওড়ার আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, দেরিতে যাত্রা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ওড়ার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ত্রুটি সারিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা পর উড়োজাহাজটি সৈয়দপুর ছেড়ে যায়। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

এ সময় বিমানে ৭১ জন যাত্রী ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪৯১/৪৯২ নম্বর ফ্লাইটটি। এটি সৈয়দপুর বিমানবন্দরে সকাল সাড়ে ৮টায় অবতরণ করে। যাত্রী নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য উড়োজাহাজটি চালু করলে সামনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে পৌনে এক ঘণ্টা পর সব যাত্রী নিয়ে উড়োজাহাজটি বেলা সাড়ে ৯টার দিকে ঢাকার উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ‘বড় ধরনের কোনো ত্রুটি ছিল না। এভিয়েশনের স্থানীয় প্রকৌশলীদের চেষ্টায় ত্রুটি সারাতে সক্ষম হই আমরা। পরে যাত্রীদের নিয়ে সৈয়দপুর থেকে স্বাভাবিকভাবে বিমানটি ঢাকায় ফিরে গেছে। অন্যান্য বেসরকারি সংস্থার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ