হোম > সারা দেশ > রংপুর

নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা

প্রতিনিধি, কাউনিয়া

কাউনিয়া উপজেলায় অর্ধলক্ষাধিক মানুষকে ধুম নদী পাড়ি দিতে হচ্ছে বাঁশের সাঁকোর ওপর দিয়ে। সেতুর অভাবে একটি পৌরসভা ও একটি ইউনিয়নের আট গ্রামের বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোতে উঠতে হচ্ছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ধুম নদীর ওপর সাঁকোটির এক পাড়ে হারাগাছ পৌরসভার উত্তর ধুমেরপাড় ও অপর পাড়ে সারাই ইউনিয়নের ভিতরকুটি গ্রাম। সারাইয়ের আট গ্রামের মানুষ ছাড়াও মেনাজ বাজার, বাংলা বাজার, মাছুয়াটারী, ধুমেরকুটি, বালাপাড়া, মাছহাড়ী গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে পারাপার হন।

এলাকাবাসী জানান, নদীটির ওপর একটি সেতু নির্মাণের দাবি প্রায় তিন যুগের। কিন্তু তা পূরণ হচ্ছে না। পাকা সেতু না হওয়ায় নদী পারাপারের জন্য এই সাঁকোই ভরসা। এটি নিয়মিত সংস্কার না হওয়ায় বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

ধুমেরপাড় ও ভিতরকুটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সাঁকোর বদলে পাকা সেতু নির্মাণের আশ্বাস দেন। কিন্তু পরে আর সেতুর বিষয়ে কেউ খেয়াল রাখেন না।

ভিতরকুটি গ্রামের নুর মোহাম্মদ জানান, সেতুর অভাবে ১৯৮৯ সাল দুই পাড়ের লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যম চাঁদা উঠিয়ে সাঁকোটি তৈরি করে। এখন সংস্কারের অভাবে এটি ভেঙে যাচ্ছে।

একই গ্রামের আবদুর রহমান বলেন, আনুমানিক ৬০০ ফুট লম্বা এবং চার ফুট প্রস্থের সাঁকোটির বাঁশের পাটাতন নড়বড়ে হয়ে পড়েছে। এটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সাঁকোটির উত্তরে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও দুটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। নদীতে পানি বেশি হলে সাঁকোর ওপর দিয়ে অনেক অভিভাবক তাঁদের ছোট ছেলেমেয়েদের স্কুল পাঠাতে ভয় পান। সেই সঙ্গে গ্রামের মানুষ কৃষিপণ্য বাজারে নিতে অনেক ঝামেলা পোহান।

দুমেরপাড়ের আবুল মিয়া বলেন, সাঁকোর বদলে একটি পাকা সেতু হলে এই দুর্ভোগে পড়তে হতো না।

সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, বিভাগীয় উন্নয়ন প্রকল্পের আওতায় ধুম নদীতে একটি সেতু ও পাকা সড়ক নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি আজকের পত্রিকাকে জানান, সেতু ও সড়ক নির্মাণের প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দরপত্রের মাধ্যমে কাজ করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ