হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৩ জনকে ঠেলে দিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার রাতে তাদের পুশ ইন করা হয়। এ নিয়ে দেড় মাসে শুধু এই সীমান্ত দিয়ে ৭৩ জনকে ঠেলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঠেলে দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন পুরুষ, ১২ জন নারী ও ৬টি শিশু রয়েছে। তাদের প্রকৃত পরিচয় শনাক্তের জন্য তথ্য যাচাই-বাছাই চলছে।

ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশ ইনের প্রবণতা বেড়েছে। জনগণের সহযোগিতায় সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠক করে আমরা প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া মানুষের মানবাধিকার ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় মানবাধিকারকর্মীরা।

ঠাকুরগাঁও মানবাধিকার সংস্থার সভাপতি মো. শাহীনুর রহমান বলেন, ‘এভাবে কাউকে চোরাই পথে ঠেলে দেওয়া আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আমরা এ বিষয়ে সরকারের জোরালো কূটনৈতিক উদ্যোগ কামনা করছি।’

হরিপুরের স্থানীয় মানবাধিকারকর্মী রুকাইয়া বেগম বলেন, ‘সীমান্তে যাদের ফেলে যাওয়া হচ্ছে, তারা কেউ জানে না কোথায় যাবে, কোথায় থাকবে। অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশুরা খেতে পাচ্ছে না, সুরক্ষা পাচ্ছে না। এটা নিছক একটি সীমান্ত সমস্যা নয়, এটা একটি মানবিক সংকট।’

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার