হোম > সারা দেশ > নীলফামারী

চীন থেকে আমদানি করা ১০ রেল কোচ সৈয়দপুর কারখানায়, চলছে পরীক্ষা-নিরীক্ষা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রথমবারের মতো চীন থেকে আমদানি করা ১০টি রেল কোচ গতকাল শনিবার দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে পৌঁছেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এসব কোচ রেলের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। কোচগুলো পদ্মা সেতু দিয়ে চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। 

রেলওয়ে সূত্রে জানা যায়, চীনা রেলওয়ের রোলিং স্টক করপোরেশন থেকে ১০০টি কোচ আমদানি করা হচ্ছে। এর মধ্যে প্রথম চালান ৪০ টির মধ্যে ১০ কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়েছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। এর মধ্যে চারটি শোভন, দুটি এসি স্লিপার, দুটি এসি চেয়ার, একটি পাওয়ার কারসহ ১০টি কোচ রয়েছে। নতুন ব্রডগেজ রেলপথে যাত্রীরা ঝাঁকুনি ছাড়াই ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে। উন্নত প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহারের কারণে যাত্রী ভ্রমণ হবে আরামদায়ক। 

আজ রোববার সরেজমিন সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা গেছে, কোচগুলো লাল-সবুজের রঙে আবৃত করা হয়েছে। কোচের টয়লেট বায়ো টয়লেট সিস্টেম। দরজা ধাক্কা দিয়ে খোলা যাবে। জানালাগুলো ছোট। 

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেলওয়ে শ্রমিক লীগের কারখানা শাখার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন এ কোচগুলো দিয়ে চিলাহাটি-ঢাকা রুটে দিনের বেলা আরেকটি আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়ে বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত কোচগুলো রেলবহরে যুক্ত করলে কোচ সংকট কমবে। 

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রেলের ফিনিশড বডি প্রস্তুত হয়েছে চীনে, কিন্তু কোচগুলোর কিছু যন্ত্রাংশ এসেছে ইউরোপ থেকে। কোচের বগি এসেছে জার্মানি থেকে। এ ছাড়া হুইল, এয়ার ব্রেক, জেনারেটর এবং বগির ফিটিংসগুলো এসেছে জার্মানি ও রোমানিয়া থেকে।’ 

তিনি আরও বলেন, ‘রেলওয়ে কারখানায় আনা এ সব কোচ এখনো খোলা হয়নি। তবে খুব শিগগিরই খুলে পরীক্ষা-নিরীক্ষা করে চলাচলের উপযোগী করা হবে। এ কাজে রেল কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার পাশাপাশি চীনা বিশেষজ্ঞরা কাজ করবেন। কোচের কিছু অংশ সৈয়দপুর রেল কারখানায় ও অবশিষ্ট পাহাড়তলীতে পরীক্ষা-নিরীক্ষা করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ