হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগের ৪ জন বহিষ্কার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পারুল ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ খানসহ চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁদের বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। 

গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুক। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁর সঙ্গে পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খন্দকার নুর মোহাম্মদ, তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ধর্মবিষয়ক সম্পাদক মো. নুর নবী আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচন করায় তাঁদেরও বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ খান বলেন, `আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গতবারও নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছিলাম। কিন্তু এবার আমাকে নৌকা দেওয়া হয়নি। তাই এবার আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। বহিষ্কারের বিষয়টি দলের ব্যাপার।'

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ