হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় বিদ্রোহী প্রার্থীসহ আ.লীগের ৪ জন বহিষ্কার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পারুল ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ খানসহ চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁদের বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। 

গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মো. শাহেদ ফারুক। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এতে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাঁর সঙ্গে পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খন্দকার নুর মোহাম্মদ, তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ধর্মবিষয়ক সম্পাদক মো. নুর নবী আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচন করায় তাঁদেরও বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ খান বলেন, `আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গতবারও নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছিলাম। কিন্তু এবার আমাকে নৌকা দেওয়া হয়নি। তাই এবার আনারস প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছি। বহিষ্কারের বিষয়টি দলের ব্যাপার।'

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ