হোম > সারা দেশ > রংপুর

দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। খাদের দিকেই চলে গেছে এ দেশ। আজকে এ দেশের যে নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার মানুষকে বোকা বানিয়ে বারবার উন্নয়নের কথা বলে দেশকে শোষণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আর এক মুহূর্তেও ফ্যাসিস্ট এই সরকারকে ক্ষমতায় রাখা যায় না।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ রংপুর, রাজশাহী বিভাগের ১৬ জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁওসহ আশপাশের বিএনপির নেতারা। 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে। কিন্তু তার আড়ালে তারা দুর্নীতি করে। তাদের সীমাহীন দুর্নীতি কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি না কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে। চাল, ডাল, তেলের দাম বেড়েছে, এটা কি মিথ্যা? আওয়ামী লীগ লুটপাট করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যে তারা মনে করছে ক্ষমতা চলে গেলে তাদের করুণ অবস্থা দাঁড়াবে।’ 

স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা কোনো ইফতার মাহফিল নয়, ভবিষ্যতে এই স্বেচ্ছাসেবক দলের নেতারাই দেশকে মুক্ত করার জন্য সত্যিকার গণতন্ত্রের রাষ্ট্রে পরিণত করার জন্য যে সংগ্রাম শুরু হয়েছে তার অগ্রসৈনিক হিসেবে শপথ অনুষ্ঠান এটি।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশকে রক্ষা করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কারাবন্দী পরে গৃহবন্দী এবং আমাদের নেতা তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করা হয়েছে।’ 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে বাংলাদেশ পেয়েছি, যুদ্ধ করে স্বাধীন করেছিলাম সেই বাংলাদেশ আজকে পুরোপুরি একটা একনায়কতান্ত্রিক, একটা স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ