হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোসাব্বির হোসেন এখন কারাগারে। তিনি ব্যবসায়ী রোকন সরদার হত্যা মামলার আসামি। গত রোববার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে বিচারক ফেরদৌস ওয়াহিদ তাঁকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

জানা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত থেকে জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান। এর আগে তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়ে নির্বাচনে অংশ নেন। 
 
এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী সাবেক পিপি শফিকুল ইসলাম শফি জানান, এ বছরে উচ্চ আদালত থেকে মোসাব্বির হোসেন আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠান। 
 
উল্লেখ্য, গত ১৭ জুন বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই খোকন সরদার বাদী হয়ে মোসাব্বির হোসেনসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ