হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোসাব্বির হোসেন এখন কারাগারে। তিনি ব্যবসায়ী রোকন সরদার হত্যা মামলার আসামি। গত রোববার বিকেলে গাইবান্ধা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে বিচারক ফেরদৌস ওয়াহিদ তাঁকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

জানা গেছে, রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত থেকে জামিন নিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠান। এর আগে তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তী জামিন নিয়ে নির্বাচনে অংশ নেন। 
 
এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী সাবেক পিপি শফিকুল ইসলাম শফি জানান, এ বছরে উচ্চ আদালত থেকে মোসাব্বির হোসেন আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে তিনি নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠান। 
 
উল্লেখ্য, গত ১৭ জুন বালুয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী রোকন সরদারকে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় ইউপি সদস্য আশিকুজ্জামান ও জিল্লুর রহমান। নিহত রোকন সরদার ভগবানপুর গ্রামের আবদুর রউফ সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই খোকন সরদার বাদী হয়ে মোসাব্বির হোসেনসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ