হোম > সারা দেশ > রংপুর

ক্যাম্পাসেই দুই রাবি শিক্ষার্থীর গায়েহলুদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

একদল তরুণের পরনে হলুদ পাঞ্জাবি। সাদা পর্দায় তৈরি করা হয়েছে ছোট একটি মঞ্চ। এর ওপর সাজানো বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির ঘড়া ও মটকা। আর মঞ্চটির পেছনে লেখা ‘আকিবের গায়ে হলুদ’। এটি কোনো বাসাবাড়ি কিংবা কমিউনিটি সেন্টারের চিত্র নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের পুকুরপাড়।

গতকাল শুক্রবার বিকেলে এভাবেই ক্যাম্পাসে রাবি শিক্ষার্থী আকিবুল ইসলাম ও সাদিয়া আফরোজের গায়েহলুদ হয়েছে। ব্যতিক্রমী এই গায়েহলুদের আয়োজন করেন বরের বন্ধুরা। গ্রামবাংলার সেই চিরায়ত হলুদবাটা, মেহেদিবাটা, মিষ্টি-মিঠাই, ফলমূল—সবকিছুই ছিল সেখানে।

জানা গেছে, ক্যাম্পাস থেকে আকিবের বাড়ি অনেক দূরে হওয়ায় বন্ধুদের অনেকেই গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নিতে পারতেন না। তাই ক্যাম্পাসেই এই আয়োজন।

বর আকিবুল ইসলাম ও কনে সাদিয়া আফরোজ—দুজনেই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আকিবুলের বাড়ি শেরপুর। সাদিয়ার বাড়ি রাজশাহী নগরীর পদ্মা আবাসিকে। পড়াশোনার পাশাপাশি আকিবুল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। গায়েহলুদের পরদিন গতকাল শনিবার কনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। দুই পরিবারের সম্মতিতেই হয় বিয়ে।

ক্যাম্পাসে গায়েহলুদের অনুষ্ঠান বিষয়ে আকিবুল ইসলাম আকিব বলেন, ‘বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠানে হয়তো এদের কাউকেই পেতাম না। তাই আমার খুব ইচ্ছে ছিল, ক্যাম্পাসে এমন একটি আয়োজন হোক। বন্ধু ও ছোট ভাইয়েরা মিলে আমার সেই আশা পূরণ করল। ক্যাম্পাসের সবাইকে একসঙ্গে পেয়ে আমি আনন্দিত।’

আকিবের বন্ধু আবিদ হাসান বলেন, ‘এ রকম আয়োজনের অভিজ্ঞতা এই প্রথম। কয়েকজন মিলে আলোচনা করে উদ্যোগটি নিই। এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বন্ধু, বড় ও ছোট ভাই—সবাই মিলে নেচে-গেয়ে অনেক আনন্দ করেছি। স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে এই অনুষ্ঠান আমাদের আজীবন মনে থাকবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড